জীবনদায়ী ঔষধের দোকানে বাজি বিক্রি, গ্রেফতার ১, উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: জীবনদায়ী ঔষধের দোকানে বাজি বিক্রি করায় গ্রেফতার ১। উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি।বসিরহাট মহকুমার বসিরহাট থানার রেজিস্ট্রি অফিসের ঘটনা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে বহু প্রচলিত নামকরা ওষুধের দোকানে নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছিল প্রকাশ্য দিবালোকে।এই অভিযোগের ভিত্তিতে ওষুধ ব্যবসায়ী মঙ্গল ঘোষ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাতে ঔষধের দোকানে পুলিশ হানা দেয়। পুলিশ আধিকারিক সুরিন্দ সিং এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে হাতেনাতে পাকড়াও করে। উদ্ধার হয় প্রচুর শব্দবাজি, আতশবাজি। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে বাজি ব্যবসায়ী মহলে। কালীপুজোর আগে পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুয়ের নেতৃত্বে বসিরহাট মহাকুমা জুড়ে বিভিন্ন বেআইনি শব্দবাজির ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। পাশাপাশি কেউ যাতে নিষিদ্ধ বাজি না বিক্রি করতে পারে তার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিল বসিরহাট জেলা পুলিশ। আদালতের নির্দেশ আছে এবার দীপাবলিতে কেউ শব্দবাজি সহ বিভিন্ন রকমের প্রজাতির বাজি বিক্রি করতে পারবেন না।