fbpx
দেশহেডলাইন

গতিমুখ পরিবর্তন করল অশনি! অন্ধ্রপ্রদেশে জারি লাল সতর্কতা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গতিমুখ পরিবর্তন করল ঘূর্ণিঝড় অশনি। এতদিন আবহবিদেরা জানিয়েছিলেন অশনি স্থলভাগে ল্যান্ডফল করবে না, সমুদ্রে বিলীন হয়ে যাবে। কিন্তু এখন জানা যাচ্ছে সম্ভবত অন্ধ্র প্রদেশে কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর সুনন্দা৷ তাঁর দাবি অনুযায়ী, অন্ধ্র প্রদেশ উপকূল ছুঁয়ে ফের অশনি কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে সমুদ্রের উপরেই ফিরে আসবে৷ অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে৷ কিন্তু গত ছ’ ঘণ্টায় সেটি পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছেঅবস্থান করছে৷’ অন্ধ্রপ্রদেশ উপকূলে সকাল থেকেই চলছে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টি। খারাপ আবহাওয়ার জন্য গতকালই বেশকিছু উড়ান বাতিল করেছে বিশাখাপত্তনম বিমান বন্দর কর্তৃপক্ষ। আইএমডি অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে বিশাখাপট্টনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ এবং গুণ্টুর জেলায়। বিদ্যুত বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অশনির তাণ্ডবে কৃষিকাজের ক্ষতি হওয়ার আশঙ্কা।

Related Articles

Back to top button
Close