fbpx
কলকাতাহেডলাইন

দিদির মতোই তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ, টুইটে তোপ অরবিন্দ মেননের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের রণ দামামা বেজে গিয়েছে। বাংলা জয়ে মরিয়া গেরুয়া শিবির। আর এক্ষেত্রে বিজেপির আক্রমণের লক্ষ্য তৃণমূল কংগ্রেস আর তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্ব বাংলার মানুষের কাছে তৃণমূলের দুর্নীতি, কাটমানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাবের দৃষ্টান্ত তুলে ধরতে চাইছেন। একইসঙ্গে বাংলায় হিংসার রাজনীতির জন্য দায়ী করা হয়েছে তৃণমূলকে। গেরুয়া শিবিরের অভিযোগ তাদের শতাধিক কর্মী, সমর্থক তৃণমূলের হিংসার শিকার। মঙ্গলবার বিজেপির সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন টুইটে কটাক্ষ করলেন , তৃণমূল কংগ্রেস ডুবন্ত জাহাজ।

আরও পড়ুন: ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি শুরু করুন, রাজ্যগুলিকে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরামর্শ দিলেন মোদি

কী লিখেছেন টুইটে? অরবিন্দ মেনন লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করছেন ঠিক সেইভাবেই তাঁর দলেও কোন গণতন্ত্র নেই। যারফলে গোটা তৃণমূল দলেই কর্মীদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে।’ তাঁর ইঙ্গিত যে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলের কাছে তা স্পষ্ট।
টুইটের তিনি আরও লিখেছেন, ‘ সবাই নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ এবং দীর্ঘদিন ধরে চলা হিংসার রাজনীতির এবার শেষ হবে।’

Related Articles

Back to top button
Close