fbpx
খেলাগুরুত্বপূর্ণফুটবলহেডলাইন

স্মৃতি মুছেই বার্সা ছাড়তে উদ্যোগী ‘লা মাসিয়া’র ‘ছোট্ট’ বাঁ পায়ের জাদুকর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবশেষে বার্সা ছাড়ার প্রক্রিয়া শুরু করলেন লিওনেল। সম্প্রতি বার্সিলোনা কর্তৃপক্ষের কাছে একটি নথি পাঠিয়ে নিজের ইচ্ছে প্রকাশ করেন মেসি।

মঙ্গলবার সেকথা জানাল বার্সিলোনা।
দু’‌দশক ধরে স্পেনের বিখ্যাত ফুটবল টিম বার্সিলোনার সঙ্গে খেলে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। কিন্তু বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮–২ গোলে হেরে যাওয়ার ১১ দিনের দিন পরে এই ঘোষণাটি করেছেন তিনি।

গত সপ্তাহে বার্সিলোনার নতুন হেড কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন যে তিনি চান মেসি এই ক্লাবেই থাকুক। বলেছিলেন, ‘‌আমি জানি না মেসিকে থাকার জন্য রাজি করাতে হবে কিনা। অবশ্যই তিনি বিশ্বের সেরা ফুটবলার এবং আপনি নিজের দলে বিশ্বের সেরা খেলোয়াড়কেই চাইবেন, সেটাই স্বাভাবিক। আপনি কখনওই চাইবেন না যে তিনি আপনার বিপক্ষে খেলেন। তিনি এখনও এই দলের সঙ্গেই চুক্তিবদ্ধ। তিনি আরো বলেন বাসায় এখনও বেশ কয়েকজন প্রবীণ ফুটবলার রয়েছেন। তাদের সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আমি আশাবাদী যে সবকিছু বিবেচনা করেই কোন একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য বারানির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের পর মেসি প্রসঙ্গে মুখ খুলেছেন সাজা কোচ টুচেলো। তিনি জানিয়েছিলেন মেসিকে পেতে আগ্রহী বিশ্বের সমস্ত কোচ। তিনিও তার ব্যতিক্রম নন। টুচেলের এই বিবৃতিতে মেসির প্যারিস সাজায় যোগ দেওয়ার নিয়ে জল্পনা উসকে ওঠে। এর আগেও বহুদিন ধরেই মেসিকে পেতে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা বার্সেলোনার সঙ্গে সম্পর্ক যথেষ্টই বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ। সেই সূত্রের সুবাদেই বহুদিন ধরেই মেসিকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ইংলিশ ক্লাবটি।

এখন প্রশ্ন একটাই। দীর্ঘ কুড়ি বছরের স্মৃতি মুছে অন্য ক্লাবে পা বাড়াবেন বিশ্ব ফুটবলের যুবরাজ। আজ থেকে কুড়ি বছর আগে নব্বইয়ের দশকের শেষে বার্সেলোনা ফুটবল স্কুল লা মাসিয়ার হাত ধরে যার যাত্রা শুরু হয়েছিল।  মেসির শারীরিক চিকিৎসা থেকে ফুটবল ট্রেনিং সবকিছুই গড়ে উঠেছিল লাভ মাসিয়ার হাত ধরেই। তারপর বার্সেলোনার জুনিয়র টিম থেকে সিনিয়ার দলে সুযোগ পাওয়া। বাকিটা ইতিহাস। আজ কুড়ি বছর পর তাকেই বিদায় জানাতে চলেছেন বাঁ পায়ের জাদুকর?

Related Articles

Back to top button
Close