২০২১-এর নির্বাচনে নদিয়া জেলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

শ্যামল কান্তি বিশ্বাস: রাজ্যে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, প্রতিটি রাজনৈতিক দলের অভ্যন্তরে সাংগঠনিক তৎপরতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা, নির্বাচন কমিশনের বিষয় হলেও প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ কোনও রাজনৈতিক দল-ই। রাজ্যের প্রতিটি কেন্দ্রে মুলত লাড়াই হবে শাসক তৃণমূলের সঙ্গে প্রতিপক্ষ বিজেপির। কংগ্রেস কিংবা বামফ্রন্ট অস্থিত্ব সংকটে ভূগছে, একজোট হয়ে লড়লে বরঞ্চ কিছুটা ফল ভালো হতে পারে বলে মনে করেন রাজনৈতিক কারবারিরা। প্রতিটি কেন্দ্রেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে শাসক তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর। গোষ্ঠীদ্বন্দ্ব দুটি রাজনৈতিক দলের মধ্যেই প্রকট। দুটি দলের ই সাংগঠনিক স্তরে গনসংগঠন গুলির বাৎসরিক সন্মেলন চলছে। দলের কার্যক্রম সক্রিয় রাখার পাশাপাশি দলকে ঢেলে সাজানোর ক্ষেত্রে এ এক সফল প্রচেষ্টা। বর্তমান, অভিমানী পুরনো এবং নব্যদের মহামেলবন্ধনে সংহতির পরিবেশ সৃষ্টির এ এক ঐকান্তিক প্রয়াস।
২০২১ এর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি সহ বুথ ভিত্তিক প্রচারে জোড় দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল।সম্ভাব্য প্রার্থী হিসাবে কোন দল থেকে কাকে সুযোগ নেওয়া হচ্ছে, এবিষয়ে জোড় চর্চা চলছে। প্রার্থী নির্বাচনের দিক থেকে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও এগিয়ে আছে।
আরও পড়ুন:অ্যামাজন সংস্থার নামে অভিনব প্রতারণা, লক্ষাধিক টাকা খোয়ালেন খড়্গপুরের বাসিন্দা
তৃণমূল কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে যে নামগুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে ভীষণ ভাবে উঠে আসছে, তারা হলেন (১) করিমপুর ৭৭ নং বিধানসভা কেন্দ্র-বিমল সিংহ রায়।(২) তেহট্ট ৭৮নং বিধানসভা কেন্দ্র-অয়ন দত্ত।(৩)পলাশীপাড়া ৭৯ নং বিধানসভা কেন্দ্র-তাপস সাহা।(৪) কালিগঞ্জ ৮০নং বিধানসভা কেন্দ্র-হাসানুজ্জামান।(৫)নাকাশিপাড়া ৮১ নং বিধানসভা কেন্দ্র-কল্লোল খাঁ।(৬) চাপড়া ৮২ নং বিধানসভা কেন্দ্র-রুকবানুর রহমান।(৭) কৃষ্ণনগর উত্তর ৮৩ নং বিধানসভা কেন্দ্র-ইন্দ্রানী হালদার। (৮) নবদ্বীপ ৮৪ নং বিধানসভা কেন্দ্র-পুন্ডরীকাক্ষ সাহা।(৯) কৃষ্ণনগর দক্ষিণ ৮৫ নং বিধানসভা কেন্দ্র-উজ্জ্বল বিশ্বাস।(১০) শান্তিপুর ৮৬ নং বিধানসভা কেন্দ্র-অনিন্দম ভট্টাচার্য। (১১) রানাঘাট পশ্চিম ৮৭ নং বিধানসভা কেন্দ্র-তাপস ঘোষ। (১২) কৃষ্ণগঞ্জ ৮৮ নং বিধানসভা কেন্দ্র-প্রমথ রঞ্জন বোস। (১৩) রানাঘাট উত্তর পূর্ব-৮৯ নং বিধানসভা কেন্দ্র-সমীর কুমার পোদ্দার।(১৪) রানাঘাট দক্ষিণ ৯০ নং বিধানসভা কেন্দ্র-ডঃ তাপস মন্ডল।(১৫) চাকদাহ ৯১ নং বিধানসভা কেন্দ্র-রত্না ঘোষ কর।(১৬) কল্যাণী ৯২ নং বিধানসভা কেন্দ্র-ডঃ রমেন্দ্র নাথ বিশ্বাস।(১৭) হরিণঘাটা ৯৩ নং বিধানসভা কেন্দ্র- নিলীমা মল্লিক।