কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
তালিকা প্রকাশ তৃণমূলের, ছক ভেঙে কামারহাটির প্রার্থী মদন মিত্রের কনিষ্ঠ পুত্রবধূ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় এদিন প্রার্থীর তালিকার কথা ঘোষণা করেন। পার্থ বলেন, এই পুরভোটে লড়বেন না, কোনও বিধায়ক। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। দার্জিলিংয়ের প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে।
এদিকে কিছুক্ষণ পরেই জানা যায়, পুরভোটে এবারে কামারহাটি থেকে ভোটে লড়াই করবেন মদন মিত্রের কনিষ্ঠ পুত্রবধূ। নাম মেঘনা মিত্র। কামারহাটি পুরভোটের ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হচ্ছেন তিনি। প্রার্থী তালিকা প্রকাশের সময়, পার্থ চট্টোপাধ্যায় বলেন, এবারে পুরভোটে লড়বেন না কোনও বিধায়ক। তবে এক্ষেত্রে ব্যতিক্রম। পুরভোটে নীতির পরিবর্তন করল তৃণমূল। এদিনের ভোটে পার্থ চট্টোপাধ্যায়কে রাজপালকে নিয়ে সরব হতে দেখা যায়।