নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সরানোর চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। নাম না করেও বিজেপির দিকেই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমি কি বলেছি দিল্লি থেকে মোদিকে হটাবো। ‘ শনিবার পাল্টা আক্রমণ শানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, ‘ আপনার ক্ষমতা আছে মোদিজিকে দিল্লি থেকে হটানোর। আগে নিজে বাঁচুন, পরে মোদিজিকে হটানোর চিন্তা করবেন।’
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্ত পরিবহণ সম্পূর্ণ চালু না হওয়ায় বিপুল ক্ষতির মুখে রফতানি বাণিজ্য
তিনি বলেন, ‘ রেশন দুর্নীতির মতো আমফানের ত্রাণ নিয়ে ও দুর্নীতি চলছে। যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা ক্ষতিপূরণ পাচ্ছেন, আর যাঁদের কাঁচা বাড়ি, মাটির বাড়ি সেইসব ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পাচ্ছেন না। এই দুর্নীতির জবাব মানুষ দেবে।’ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ‘ আপনাকে বিজেপি নয়, পরিযায়ী শ্রমিকরা, বাংলার মানুষ বাংলা থেকে সরাবেন। কটা দিন অপেক্ষা করুন, বাংলার জনাদেশ আপনাকে পদচ্যূত করবে।