আন্তর্জাতিকহেডলাইন
লিভ টুগেদার বৈধ আরব আমিশাহিতে

দুবাই: লিভ টুগেদার বা অবিবাহিত ছেলে মেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল সংযুক্ত আরব আমিরশাহী। মূলত, বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ‘ইসলামিক আইন’ সংস্কারের ঘোষণা দিয়েছে মুসলিম প্রধান এই দেশটি।
শুধু তাই নয়, নতুন আইন অনুযায়ী ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন থেকে অ্যালকোহল কেনা বেচা এবং পান করতে পারবেন বলে জানা গেছে। এছাড়া অনার কিলিং এর ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমিরশাহি কতৃপক্ষ জানিয়ছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ও সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গুরুত্ব বাড়াতে এর আগেও এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরশাহী। আরব বিশ্বের একাধিক দেশের সমালোচনা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আগস্ট মাসের মাঝে ইজরায়েলের সঙ্গে ঐতিহাসিক ‘শান্তি চুক্তি’ করে। পরে যে পথে পা বাড়িয়েছে ওমান ও বাহরাইন।