ব্রিটিশ প্রধানমন্ত্রীর গদিতে বসছেন লিজ ট্রাস, শুভেচ্ছা জানালেন মোদী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে টিকে থাকতে পারলেন না ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর গদিতে বসছেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। মঙ্গলবার দেশের নয়া প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নেবেন লিজ।
সোমবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটের ফল ঘোষিত হয়েছে। মোট ১,৭২, ৪৩৭ ভোটারের মধ্যে ভোটদান করেন ১,৪২, ৩৭৯ জন। অর্থাৎ ৮২ শতাংশেরও বেশি। লিজ ৮১,৩২৬ (৫৭.৪ শতাংশ) এবং সুনক ৬০,৩৯৯ (৪২.৬ শতাংশ) ভোট পেয়েছেন। অর্থাৎ দু’জনের ব্যবধান ছিল ২০,৯২৭ ভোটের। বাতিল হয় ৬৫৪টি ভোট।
সোমবার লিজকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে মোদী লেখেন, ‘ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য লিজ ট্রাসকে অভিনন্দন। আমার বিশ্বাস, আপনার নেতৃত্বে ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত এবং শক্তিশালী হবে। নতুন ভূমিকা এবং দায়িত্বের জন্য আপনাকে শুভকামনা।’
লিজ ট্রাসের পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস। ১৯৭৫ সালের ২৬ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন কেনেথ এবং প্রিসিলা মেরি ট্রাসের ঘরে জন্মগ্রহণ। ছোটবেলা থেকেই তিনি বেশি পরিচিত ছিলেন এলিজাবেথ নামে। তার বাবা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। মা-ও ছিলেন শিক্ষক। ট্রাসের বয়স যখন চার বছর, তখন তার পরিবার চলে আসে স্কটল্যান্ডে।
অক্সফোর্ডের মেরটন কলেজে পড়াশোনা করেছেন ট্রাস। সেসময় লিবারেল ডেমোক্র্যাটদের মধ্যে সক্রিয় ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্র্যাটসের প্রেসিডেন্ট এবং লিবারেল ডেমোক্র্যাট যুব ও ছাত্রদের জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন লিজ ট্রাস। তবে ১৯৯৬ সালে স্নাতক হওয়ার পর যোগ দেন কনজারভেটিভ পার্টিতে। বামপন্থি পরিবারে জন্ম নেওয়া ট্রাস প্রথমে লিবারেল ডেমোক্র্যাট ছিলেন। তবে ২০১০ সালে তিনি কনজারভেটিভ পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। ট্রাস ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। তবে ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিলে তিনি দ্রুতই ব্রেক্সিটের কট্টর সমর্থক হয়ে উঠেছিলেন। এরপর ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হলে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন লিজ ট্রাসকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে গড়া প্রতিনিধি দলের প্রধান করেছিলেন। গতবছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ট্রাস।