fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ, ক্যানিং-১ বিডিও অফিসে বিক্ষোভ স্থানীয়দের

বাবলু প্রামাণিক, ক্যানিং: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে কয়েকশো গ্রামবাসী দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় এক ঘন্টা ধরে গ্রামবাসীরা ক্যানিং-১ বিডিও নিলাদ্রি শেখর দে কে ঘেরাও করে রাখে বিক্ষোভকারীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী। গত ২০ মে আমফানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয় ক্যানিং-১ ও ২, বাসন্তী, গোসাবা ব্লকের বিভিন্ন গ্রাম গুলি।

এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামের কয়েকশো গ্রামবাসী ত্রাণ নিয়ে দুনীর্তির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে।প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভকারীরা ক্যানিং-১ বিডিও কে ঘেরাও করে রাখে। ফলে ঘরবন্দি বিডিও। এদিকে ক্যানিং-১ ব্লকে বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।অথচ বিক্ষোভকারীদের বেশীর ভাগ মুখে ছিলনা মাক্স,নেই সামাজিক দূরত্ব।গত লোকসভা নির্বাচনে মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের লিড দেয় বিজেপির পার্থী।

আরও পড়ুন: করোনা আবহে এবার চিন-অস্ট্রেলিয়া বিবাদ তুঙ্গে

এই অঞ্চলে হেরে যায় তৃণমূল। পাশাপাশি গত পঞ্চায়েতে নির্বাচনে মাতলা-২ গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদ আসনে লিড দেয় বিজেপির প্রার্থী।হেরে যায় এই অঞ্চলে তৃণমূলের প্রার্থী। ফলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে উঠছে। বিকাল ৩ টায় ক্যানিং-১ বিডিও নিলাদ্রি শেখর দে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।

Related Articles

Back to top button
Close