লকডাউনে রক্ত সংকট নিরসনে উদ্যোগী দিনহাটার ক্লাব
নিজস্ব সংবাদদাতা দিনহাটা: করোনা মোকাবিলায় লকডাউনের ফলে সব রকমের অনুষ্ঠানের পাশাপাশি রক্ত দান শিবির বন্ধ থাকায় রক্তের সংকট দেখা দিয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে। আর এই সংকট মোচনে ক্লাবের প্রতিষ্ঠা দিবসে হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করল পাইওনিয়ার ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এদিন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবির শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, ক্লাবের সম্পাদক দীপঙ্কর দত্ত, সহ-সম্পাদক সোহম চক্রবর্তী, ব্লাড গ্রুপ সোসাইটির সম্পাদক উত্তম সাহা, প্রদীপ কুন্ডু প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে একজন মহিলা সহ ১৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে ক্লাব কর্তৃপক্ষ জানান। ক্লাব সম্পাদক দীপঙ্কর দত্ত জানান ক্লাবের ৮২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন হাসপাতালের ব্লাড ব্যাংকে ছান্দসি আবৃত্তি চর্চা কেন্দ্র এবং দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে বড় ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির করা হবে বলেও তিনি জানান।