fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সংকটের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে ইফতারের সামগ্রী তুলে দিলেন এক নারী

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: লকডাউনের এই সময়কালে পবিত্র রমজানে ইফতার সামগ্রী কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। অসহায় এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দুই শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে ইফতারের সামগ্রী তুলে দিলেন দিনহাটার দিনহাটার দুই নম্বর ওয়ার্ডের দোলন চক্রবর্তী।

এলাকার সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষগুলির হাতে ইফতারের এই সামগ্রী হিসাবে বিভিন্ন রকম ফলমূল থেকে শুরু করে ছোলা মুড়ি সহ অন্যান্য সামগ্রী তুলে দেন তিনি। এদিন ওই ব্যক্তি ইফতারের সামগ্রী তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অজয় মণ্ডল, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বেনু মজুমদার থেকে শুরু করে অনেকেই ।

দোলন দেবী জানান, লকডাউনের ফলে অসহায় হয়ে পড়েছেন বহু মানুষ। কর্মহীন হয়ে পড়ায় পবিত্র রমজানের মাসে ইফতার করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে অনেক পরিবারকে।

সংকটের সময় দোলন দেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা।

Related Articles

Back to top button
Close