fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গ

সেপ্টেম্বর মাসেও রাজ্যে বহাল লকডাউন, দেখে নিন কবে কবে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কোনও ভাবেই বাধ মানছে সংক্রমণ। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। থাকবে বলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে শেষ কয়েকদিন করোনা সংক্রমণের পরিমাণ কমলেও এখনও রোজ প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি, বেড়েছে সুস্থতার হারও। সেই ভিত্তিতেই পরিস্থিতি আরও উন্নত করতে লকডাউনের দিন আরও কিছুটা বাড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। তাই সেপ্টেম্বরের প্রথম দু’সপ্তাহের মধ্যে কোন কোন দিন লকডাউনের আওতায় তা-ও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে রাজ্যে।

বুধবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন জারি থাকবে রাজ্যে। বলেন, “পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আর লকডাউন জারি করা হবে কি না। করা হলে পরে তারিখ ঘোষণা করা হবে।”সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের পরের ক্যাবিনেট মিটিং বসবে ১৭ সেপ্টেম্বর।  পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিনদিন করে বিমান চালু করা যেতে পারে। মেট্রো পরিষেবা চালুর ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। বলেন, “সমস্ত নিয়ম মেনে ধীরে ধীরে এবার মেট্রো চালানোর কথা ভাবা যেতে পারে।” একইভাবে লোকাল ট্রেনের বিষয়েও আলাপ-আলোচনার মাধ্যমে ধীরে ধীরে পরিষেবা শুরু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফের টুইটে খোঁচা রাজ্যপালের

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে মার্চের শুরুতেই লকডাউন জারি হয়েছিল দেশে। স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাও। জুন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। খোলে অফিস-কাছারি। রাস্তায় নামে বাস-অটো-ট্যাক্সি। কিন্তু আনলক পর্যায়ে বাংলায় একধাক্কায় অনেকখানি বেড়েছিল সংক্রমণের হার। সেই কারণ রাজ্যের তরফে ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির করা হয়, প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজ্যে জারি থাকবে কমপ্লিট লকডাউন। সেই নিয়ম জারি ছিল আগস্ট। সেপ্টেম্বরেও তা-ই হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
Close