লকডাউনের মধ্যেই প্রকাশ্য রাস্তায় মদ খাওয়ার জন্য দুই জনকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা : করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ডাকা লকডাউনের মধ্যেই প্রকাশ্যেই রাস্তায় দিয়ে মদ খেতে থাকায় দুই জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকাল থেকেই লকডাউন শুরু হলে পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও টোটো তে করে প্রকাশ্যে মদ খেতে খেতে ঘুরে বেড়াচ্ছিলেন দুই ব্যক্তি।
শহরের পাঁচ মাথার মোড়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসতেই মদের বোতল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে মদের বোতল আটক করা হয়। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় থানাতে। দিনহাটা থানার এসআই শুভজিৎ ঝা, ট্রাফিক ওসি প্রকাশ দাসের নেতৃত্বে এদিন পুলিশ পাঁচ মাথার মোড় এলাকায় কড়া নজরদারি চালান।
প্রকাশ্যে মদ খেতে খেতে বিনা কারণে ঘুরে বেড়ানোর জন্য তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়াও লকডাউনে নানা অছিলায় ঘুরে বেড়ানো ১৫ টি মোটরবাইক আটক করা হয়েছে। এদের কারও হেলমেট কেউবা আবার মাস্ক না পড়ায় তাদের নির্দিষ্ট ধারায় কেস দেওয়া হয়।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, লকডাউন অমান্য করার পাশাপাশি প্রকাশ্যে টোটোতে করে ঘুরে ঘুরে মদ খাওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।