fbpx
গুরুত্বপূর্ণদেশশিল্প-বাণিজ্যহেডলাইন

ভবিষ্যৎ ভয়ঙ্কর? লকডাউনে কাজ হারিয়েছে ১৪ কোটি, CMIE

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভবিষ্যৎ কী ভয়ঙ্কর? করোনাভাইরাস ও লকডাউনের জেরে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বড় বিপর্যয় আসতে চলেছে। মিলল তেমনই ইঙ্গিত। ইতিমধ্যেই লকডাউনে দেশে কাজ হারিয়েছেন প্রায় ১৪ কোটি মানুষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি বা CMIE-এর সম্প্রতি সমিক্ষায় উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। লকডাউনের জেরে দেশের অর্থনীতির চাকা থমকে। দিন আনা দিন খাওয়া মানুষের টাকা ফুরোচ্ছে। ভবিষ্যত নিয়ে অনিশ্চিত চাকরিজীবীরাও। এরই মধ্যে CMIE-এর সমীক্ষা, এপ্রিলের তৃতীয় সপ্তাহে দেশে বেকারত্বের হার ছুঁয়েছে প্রায় ২৬. ২ শতাংশ।

ফেব্রুয়ারিতে কর্মসংস্থান ৪০ শতাংশ থেকে এক ধাক্কায় এপ্রিলে নেমে হয়েছে ২৬ শতাংশ। করোনা সংকটে লকডাউন ঘোষণার পরই চাকরি ছাঁটাই ও বেতন না কাটার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু, তারপরও যে দেশের বিভিন্ন প্রান্তে কাজ হারানোর ঘটনা ঘটছে তা এই তথ্যেই পরিস্কার। গ্রামে বেকারত্ব বেড়ে হয়েছে ২৬.৭ শতাংশ। তবে শহরাঞ্চলে কাজ হারানোর হার গ্রামের তুলনায় কিছুটা কম, প্রায় ২৫.১ শতাংশ। CMIE জানিয়েছে, ২০১৬-তে নোটবাতিলের পর এবারই প্রথম দেশে বেকারত্বের হার সীমা ছাড়াল। ভবিষ্যত আরও কঠিন সময় বলেই মত বিশেষজ্ঞদের।

Related Articles

Back to top button
Close