fbpx
পশ্চিমবঙ্গ

লকডাউন! প্রাথমিকের পড়ুয়াদের পাশে দাঁড়ালো শিক্ষক সংগঠন

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: লকডাউনের ফলে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে প্রাথমিক বিদ্যালয় গুলির ক্ষুদে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান, শিক্ষা সামগ্রী প্রদান ও এলাকার দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার কাজ শুরু করলো তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার রায়গঞ্জ দক্ষিন সার্কেলের জগদীশপুর গ্রামপঞ্চায়েতের বাসুদেবপুর আদিবাসী পাড়ায় খুদে পড়ুয়াদের পাঠদানের পাশাপাশি খেটে খাওয়া দিনমজুর দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিতরন করল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা । ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও এলাকার দুস্থ বাসিন্দাদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলা সম্পাদক আনোয়ার আলি, সংগঠনের রায়গঞ্জ সার্কেলের সভাপতি বাসুদেব রায় সহ অন্যান্যরা।

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশজুড়ে চলছে লক ডাউন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে গ্রামগঞ্জের পড়ুয়ারা স্কুলে না যেতে পারায় বন্ধ হয়ে গিয়েছে তাদের পাঠ্যশিক্ষা। এই সমস্যা কিছুটা হলেও সমাধানের লক্ষ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ দেন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক বিধি মেনে শিক্ষাদানের। শিক্ষামন্ত্রীর সেই নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার নয়টি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় খুদে ছাত্রছাত্রীদের পাঠদান ও এলাকার দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিলি করা শুরু করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

Related Articles

Back to top button
Close