৩১ মে অবধি বাড়ল চতুর্থ দফার লকডাউন!
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘন্টা পরেই তৃতীয় দফার লকডাউন শেষ হবে। তবে তার মধ্যেই জানিয়ে দেওয়া হল, চতুর্থ দফার লকডাউন জারি হচ্ছে। চলবে ৩১ মে পর্যন্ত। রবিবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে আরও দু’সপ্তাহ লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকও।
তবে এই দফায় বিধিনিষেধ কী হবে, কোন কোন ক্ষেত্রে ছাড় বাড়ানো যেতে পারে, তা নিয়ে সিদ্ধান্তে সিলমোহর দিতে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে রবিবার রাত ৯টায় বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। তার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে জানিয়ে দেওয়া হবে, কী হতে চলেছে নতুন লকডাউনের শর্তাশর্ত।
উল্লেখ্য, ২৩ মার্চ ভারতে লকডাউন শুরু হয়। একদিকে যেমন ধাপে ধাপে বেড়েছেন লকডাউনের মেয়াদ, বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন, এই লকডাউনের শর্ত অন্য ধাপগুলির থেকে আলাদা হবে।