fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লকডাউন: খাবারের সন্ধানে গৃহস্থের বাগানে হানা জীব-জন্তুদের, অতিষ্ট মানুষ

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: করোনা আবহে চলছে লকডাউন। ঘরবন্দি মানুষ। এদিকে এই অবস্থায় পশু-পাখি থেকে জীব-জন্তুদের  দিন গুজরান কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের কপালে জুটছে না খাবার। খাবারের সন্ধানে এরা ছুটে বেড়াচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত।

আজ-ই সকাল সাড়ে ন’টায় ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সেই ছবি। হাঁসখালি থানার সাহাপুর গ্ৰামের বাসিন্দা খোকন বিশ্বাসের বাড়িতে হনুমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির খাদ্যের অন্বেষণে।গৃহস্থের বাড়িতে কাঁঠাল গাছের পাতা সহ বাড়িতে চাষ করা বেগুন ও পেঁপে খেতে খেতে তান্ডব চালায় এরা। গৃহকর্তা খোকনবাবুর আক্ষেপ, গাছের ফল কিংবা সবজি গুলো শান্ত ভাবে খেলে তো ভালো লাগে কিন্তু গাছ পালা ভেঙে তছনছ করে দিচ্ছে, এই বিষয় টি মানতে খুবই কষ্ট হচ্ছে।

Related Articles

Back to top button
Close