বাড়ছে না লকডাউন, এলাকাভিত্তিক বিধিনিষেধের সিদ্ধান্ত জনসনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় একের পর এক দেশে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। মহামারীর প্রকোপ থামাতে ইংল্যান্ডে চার সপ্তাহের লকডাউন জারি করেছিল জনসন সরকার। আগামী ২ ডিসেম্বর শেষ হচ্ছে তার মেয়াদ। কিন্তু এবার আর ইংল্যন্ডে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে প্রশাসন।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইংল্যন্ডে কিছুটা হ্রাস পেয়েছে করোনা সংক্রমণের গতি। তাই ২ ডিসেম্বর লকডাউন শেষ হওয়ার পর আর তা বাড়ানো হবে না। বরং সংক্রমণ রুখতে এবার এলাকাভিত্তিক বিধিনিষেধ জারি করা হবে। ইংল্যান্ডে তিন ধরনের বিধিনিষেধ জারি করবে প্রশাসন। অধিকাংশ এলাকাকে সর্বোচ্চ দুই বিধিনিষেধের আওতায় আনা হবে। অন্যত্র জারি থাকবে সাধারণ সতর্কতা। এদিকে, আজ অর্থাৎ সোমবার পার্লামেন্টে করোনা নিয়ে পরিকল্পনার কথা জানাবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পরীক্ষার হার বাড়ানো হবে।