পশ্চিমবঙ্গহেডলাইন
লকডাউন অমান্যকারীদের স্পট ফাইন পুলিশের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বৃষ্টির মধ্যেও লকডাউনে কড়া নজরদারি পুলিশের। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইছামতি ব্রিজ টাকি রোড ও ইটিন্ডা রোডের নাকা চেকিং পুলিশের। আগস্ট মাসের তৃতীয় দিনের লকডাউনে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। বিভিন্ন জায়গায় যেমন পেট্রোলিং শুরু করেছে মোটরসাইকেলে। তেমনি চেকিং পয়েন্ট করেছে রাস্তার মূল গেটে। কখনো সীমান্ত রোডের মূল পয়েন্টে আবার কখনো রাজ্য সড়ক দিয়ে পুলিশের কড়া প্রহরা চলছে।
সব মিলিয়ে লকডাউন অমান্যকারীদের মাক্স ও উপযুক্ত গাড়ির কাগজপত্র না দেখাতে পারলে স্পট ফাইন করা হচ্ছে ১০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। সবমিলিয়ে লকডাউনে বসিরহাট জেলা পুলিশ তৎপর হয়েছে তা বৃহস্পতিবার সকাল থেকেই ছবির মাধ্যমে ধরা পড়েছে বসিরহাট মহকুমা বিভিন্ন রাস্তায়।