ফের বাড়ল লকডাউনের সময়সীমা, জারি নয়া নির্দেশিকা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউন নিয়ে ফের বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটাই বহাল থাকছে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পর্যন্ত ৷ অর্থাৎ নতুন করে আর কোনও কিছুতে ছাড় নয় ৷ দু’মাসের জন্য পুরনো সব বিধিনিষেধই জারি থাকবে ৷ নির্দেশে আরও বলা হয়েছে যে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউনের কড়া নিয়মগুলি জারি থাকবে ৷
Lockdown shall continue to be implemented strictly in the Containment Zones till 30th November, 2020: Ministry of Home Affairs https://t.co/bfwwQDxm6R
— ANI (@ANI) October 27, 2020
এর পাশাপাশি নতুন গাইডলাইন্সে বলা হয়েছে যে ব্যক্তি ও পণ্য চলাচলে দেশের এবং রাজ্যের মধ্যে কোনওরকম বাধা থাকবে না। এর জন্য আলাদা কোনও অনুমতি / অনুমোদন / ই-পারমিটের প্রয়োজন হবে না ৷ মোট করোনা সংক্রমিতের নিরিখে ৮০ লক্ষের কোটা পার করে ফেলার পথে ভারত। কিন্তু দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে। তিন মাসেরও বেশি সময় পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৩০ হাজারের কোটায় নেমে এসেছে।
আরও পড়ুন: সংকট না কাটলেও আগের চেয়ে ভালো আছেন ফেলুদা
গতকাল সংক্রমণের হার কমেছিল। আজ আরও কমল সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৪৬৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জনের। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ টি। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭২ লক্ষ ১ হাজার ৭০ জন। দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ১০,৪৪,৮৯৪। আইসিএমআর জানিয়েছে, সোমবার পরীক্ষা হয়েছে ৯,৫৮,১১৬টি নমুনা।