fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লকডাউন এর মাঝে সুন্দরবনের হরিণের একগুচ্ছ পাল দেখা গেল

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: করোনা ভাইরাস রুখতে সাপ্তাহিক লকডাউনের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাপ্তাহিক লকডাউনের বুধবার তৃতীয় দিন বা শেষ দিন। আগামী মাস থেকে চলবে নতুন করে লকডাউন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি নদীর চরে লকডাউনের সুযোগ নিয়ে নদীর চড়ে ঘুরতে দেখা গেল একদল হরিণকে। ছোট ছোট বাচ্চা হরিণ বড়দের সঙ্গে ঘুরতে এসেছি নদীর চরে।

তবে এ দৃশ্য নামখানা বকখালিতে কোনদিন দেখা গিয়েছে বলে এলাকাবাসী মনে করতে পারছে না। যদিও বা বকখালিতে একটি অভয় অরণ্যে বেশকিছু হরিণ ছাড়া আছে তাদেরকে দেখতে গেলে টিকিট কেটে বহু সময় অপেক্ষা করার পর মাঝে মধ্যে দু একটি হরিণ দেখা মেলে। তবে একসঙ্গে এতগুলো হরিণ ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এটা কল্পনাতিত।

লকডাউন ওঠার পর বকখালি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তারই ইঙ্গিত দিচ্ছে এই এক ঝাঁক হরিণ। সুন্দরবনে মুক্ত বাতাসে আরও প্রাণ ফিরে পাচ্ছে সুন্দরবনের জীবজন্তুরা।

Related Articles

Back to top button
Close