কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
ভোট এলে দিদিমণির দুর্গাপুজোর কথা মনে পড়ে, মাও এবার বাঁচাতে পারবে না: লকেট চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে কটাক্ষ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ ভোট এলেই মা দুর্গার কথা মনে পড়ে দিদিমণির, কিন্তু এবার যাও দিদিকে বাঁচাতে পারবেন না।’ তিনি বলেন, ‘ মহরমের জন্য দুর্গাপুজোর ভাসান আটকে গিয়েছিল, আমাদের কোর্টে যেতে হয়েছিল। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ কিছু ভোলেনি।’
এরপর বেলেঘাটার ক্লাবে বোমা বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বলেন, ‘ ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা দিয়ে দিদি বোমা মজুত করতে বলেছেন। মানুষের ভোটেতো জিতবেন না। তাই মানুষ মেরে ভোটে জিততে চান। আমরা তাই এই ঘটনার এন আইএ তদন্ত চেয়েছি। এদিকে আড়াই বছরেরও বেশি সময় পর ১ নভেম্বর থেকে খুলতে চলেছে হুগলির গোন্দলপাড়া জুট মিল । বৃহস্পতিবার সকালে শ্রমিকদের এই সুখবর দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিন ফের তিনি আশ্বাস দিলেন, একুশে জয়লাভের পর বাংলার সমস্ত বন্ধ জুটমিল খুলবে বিজেপি।
এরপরই মিল খোলা প্রসঙ্গে শাসকদলকে একহাত নেন সাংসদ। তিনি বলেন, তৃণমূল অনেক চেষ্টা করেছে জুট মিল যাতে বন্ধই থাকে। অনেক লড়াইয়ের পর অবশেষে কারখানা খুলতে পেরেছি আমরা। হুগলির জুটের তৈরি ব্যাগ সারা দেশে ছড়িয়ে পড়বে। কেউ যদি এটাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নেবে।’