
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দল বদল করেছেন তিনি, কিন্তু তার দুঃসময়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। গতকালই নিজেই ট্যুইট করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তিনি করোনা পজিটিভ। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই এদিন সকালে লকেটের বাড়িতে চলে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী দিলেন আশ্বাস, ‘বড় দিদি হিসেবে পাশে সবসময় আছি।’ মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসে খুশি হয়েছেন বিজেপি সাংসদও। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের রাজনীতিতে হাতেখড়ি তৃণমূলে যোগদানের মধ্যে দিয়েই। পরে দলবদলে চলে যান বিজেপিতে।
আরও পড়ুন: বিধায়করা একুশের ভোটে লড়াইয়ের টিকিট পাবেন, দলবদল রুখতেই মাস্টারস্ট্রোক তৃণমূল সুপ্রিমোর
তবে লকেটকে বিজেপিতে যোগদানের পরেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অনেকবারই দেখা গিয়েছে। এবার সেই লকেটের কাছে সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন যেতেই শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে অনেকেই বলছেন এর পিছনে রাজনীতি খোঁজা বৃথা, এটা শুধু মাত্র রাজনৈতিক সৌজন্যতা। কারন প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত হলে তাঁরও স্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকবাবুর শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে সব রকম ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।