যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন লোকপালের প্রাক্তন সদস্য বিচারপতি এ.কে ত্রিপাঠি। করোনার সংক্রমণ ধরা পড়েছিল গত ২ এপ্রিল। দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর। এর পর শনিবার রাত পৌনে ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।
ছত্তিশগঢ় হাইকোর্ট-এর প্রধান বিচারপতি ছিলেন একে ত্রিপাঠি। তাঁর মেয়ে এবং বাড়ির কাজের লোক করোনায় আক্রান্ত হন। তাঁরা সুস্থ হলেও ত্রিপাঠিরও দেহে সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁকে এইমস ট্রমা সেন্টারে ভরতি করা হয়। সেখানে চিকিৎসা চলে তাঁর। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে শনিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর ওই ট্রমা সেন্টারকে করোনা চিকিত্সার জন্য ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।