fbpx
আন্তর্জাতিকহেডলাইন

রানি অন্ত্যোষ্টিক্রিয়ার দিন উড়ানে সময়সূচি পরিবর্তন করল লন্ডনের  হিথ্রু বিমানবন্দর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়া। দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন রানির শেষকৃত্যে। এই ১৯ সেপ্টেম্বর অন্তত ১৫ শতাংশ উড়ানের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। লন্ডনের হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিকিয়ার এই উড়ানের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজের ১০০ ফ্লাইট এবং ভার্জিন আটলান্টিকের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রানির শেষকৃত্যের পর দুই মিনিটের জন্য নীরবতা পালন করা হবে। ওই সময়ের আগে এবং পরে সমস্ত উড়ান ও অবতরণ ১৫ মিনিটের জন্য দেরি হবে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, রানির প্রতি সম্মানের জন্য সোমবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শব্দের ব্যাঘাত এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) নির্দেশিকা জারি করে জানিয়েছে, যেসব বিমান যাত্রীদের ফ্লাইট সোমবার হিথ্রু বিমানবন্দরের শিডিউল পরিবর্তনের কারণে বাতিল বা বিলম্বিত হবে, তারা আইনগতভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবেন না। তবে যাত্রীরা চাইলে টিকিটের মূল্য ফেরত কিংবা পুনরায় টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন।

 

 

Related Articles

Back to top button
Close