কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটতে চলেছে হাইকোর্টে, আজ রায়দান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক মামলার জটে দীর্ঘদিন ধরে রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ আটকে রয়েছে। দীর্ঘদিন পর শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগের জট খুলতে চলেছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত ১৯৭৯ বেশি মামলার একযোগে নিষ্পত্তি হবে এই রায়ে। ১ লক্ষ ৮০ হাজারের বেশি নিয়োগপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে হাইকোর্ট এই রায়ের ওপর।
নিয়োগে দুর্নীতি, প্যানেলে অসঙ্গতি সহ একাধিক অভিযোগে ২০১১ সাল থেকে এ পর্যন্ত একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, দিনের পর দিন মামলার শুনানি হচ্ছে না। শুনানি না হওয়ায় প্যানেলের নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না বহু চাকরিপ্রার্থী। এবার সেই অভিযোগের অবসান হতে চলেছে কলকাতা হাইকোর্টে।