ডেবরায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠ দুষ্কৃতীদের, আতঙ্ক এলাকায়

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ডেবরায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠ দুষ্কৃতীদের, আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের লোয়াদা বাজারে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কত টাকা চুরি গেছে এখনও পর্যন্ত এটিএম কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।
মঙ্গলবার সকালে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে, অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খড়্গপুর অতিরিক্ত পুলিশ সুপার কাজী সেখ সামসুদ্দিন আহমেদ। ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। একদম বাজারের বুকে সিসিটিভি ভেঙে, এই ধরনের দুঃসাহসিক লুঠের ঘটনায় আতংকে রয়েছে এলাকাবাসী। কদিন আগে ঘটে যাওয়া ডেবরা টোল প্লাজার কাছে ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চুরি! পুরো বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।