পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁকসায় লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

জয়দেব লাহা, দুর্গাপুর: বেহাল রাস্তায় লরির সঙ্গে ভলভো বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছে ৬ জন। তার মধ্যে আশঙ্কাজনক ২ জন। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসা বেলডাঙা এলাকায়।
ঘটনায় জানা গেছে, রাজ্য ভুতল পরিবহন নিগমের ভলভো বাসটি কোলকাতা থেকে সিউড়ি যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ভলভো বাসটি নয়নজুলিতে প্রায় উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আহত হয়েছে ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আয়ঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা জানান,” চলতি বর্ষায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। তার জেরে দুর্ঘটনা। অন্যদিকে কাঁকসার সাতকাহানিয়া এলাকায় বালি বোঝাই করতে আসা লরির ধাক্কায় জখম হয়েছে এক মোটরবাইক আরোহী। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা লরিটিকে আটকে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত বাইক আরোহীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।