পশ্চিমবঙ্গহেডলাইন
রাতের অন্ধকারে পটল ক্ষেত কেটে লক্ষ টাকার ক্ষতি

রুদ্র নারায়ন রায়, বাগদা: ২৪ পরগনা বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার কোলা গ্রামে সবিতা বাইনের ২৫ কাঠা পটল ক্ষেত তার দেওর গোলক বাইন ভাগে চাষ করেন l সোমবার সকালে গোলক বাইন মাঠে গিয়ে দেখেন পটল গাছের গোড়া কে বা কারা রাতে কেটে দিয়ে গেছে l আনুমানিক দু’লক্ষ টাকার বেশি ক্ষতি বলে জানিয়েছেন সবিতা বাইন ও গোলক বাইন l
আরও পড়ুন: পুজোয় সংক্রমণ রুখতে রাজ্যের ছোটো, বড় সমস্ত পুজো প্যান্ডেলই ‘NO ENTRY’ বাফার জোন, জানাল হাইকোর্ট
এদিকে খবর পেয়েই পটল ক্ষেতে পরিদর্শনে যান বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ,প্রধান গণেশ রায় এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন l এবং পরিবারকে আশ্বস্ত করেন পাশে থাকবার l সবিতা বাইনের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ l