fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সীমান্তে উদ্ধার প্রচুর রুপোর গয়না, আটক মোটরবাইক

শ‍্যাম বিশ্বাস,  উত্তর ২৪ পরগনা:  ভারত-বাংলা সীমান্ত থেকে উদ্ধার প্রচুর রুপোর গয়না। ঘটনায়  আটক কড়া হয়েছে একটি মোটরবাইক। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের কৈজুরী সীমান্তের ঘটনা। বৃহস্পতিবার রাতে একটি মোটরবাইকে চেপে এক পাচারকারী সীমান্তের দিকে আসছিল। সেইসময় বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই রাস্তায় কর্মরত ছিলেন। সেইসময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে বিএসএফ জওয়ানরা ধাওয়া করে।

[আরও পড়ুন- ফের নিম্নচাপ দানা বাঁধতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস]

ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ১৩ কেজি রুপোর গয়না। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি। মোটরসাইকেলের নাম্বার প্লেট, চেসিস নাম্বার, নিয়ে মোটরবাইকের পরিচয় জানার চেষ্টা করছে সীমান্তরক্ষী বাহিনী।

 

Related Articles

Back to top button
Close