
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পর পর নিম্নচাপের জেরে প্রতিদিনই বৃষ্টির কবলে পড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। বিশ্বকর্মা পুজোয় মেঘ বৃষ্টি খেলার মধ্যে দিয়েও কাটালো বঙ্গবাসী। সামনেই মহালয়া। ফের কি নিম্নচাপের ভ্রুকুটি চোখ রাঙাচ্ছে। সেই চিন্তাই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। সেই রকমই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুজোর আগে ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। মঙ্গলবার সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপটিও সৃষ্টি হতে পারে বাংলা-ওড়িশা উপকূলে। যার জেরে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
বুধবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। ২১ সেপ্টেম্বরের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।