ফের নিম্নচাপ দানা বাঁধতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের নিম্নচাপ দানা বাঁধতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে । আবহাওয়াবিদরা জানান, আগামী রবিবার নাগাদ নিম্নচাপটি দানা বাঁধতে পারে । তারপর সেটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে চলে যাবে । এর ফলে গাঙ্গেয় বঙ্গ এবং ওড়িশার পাশাপাশি মধ্য ভারতেও জোরালো বৃষ্টি মিলতে পারে । গত মঙ্গলবারই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বেঁধেছিল । তার জেরে গাঙ্গেয় বঙ্গে জোরালো বৃষ্টি হয়েছে । গত কয়েকদিনের টানা বৃষ্টির পর শুক্রবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে। যদিও আজ সকালেও আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সপ্তাহ শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আলিপুর জানিয়েছে, আগামী রবিবার বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের পাশাপাশি বৃষ্টি হবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙ, এই পাঁচ জেলায় শনি এবং রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে। গত মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল নিম্নচাপ। তার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সঙ্কটে রবীন্দ্র আদর্শ…..
তবে আপাতত এই নিম্নচাপ পশ্চিমে সরে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এখন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের পূর্বাংশে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দু’দিন এই নিম্নচাপ শক্তিক্ষয় করবে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০.৮ মিলিমিটার।