fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও… ফের তিলোত্তমাকে ভেজাতে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলকাতার আকাশে আজ সকাল থেকেই রোদের আনাগোনা। মাঝে মধ্যে মেঘের ভাব দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। সেইসঙ্গে থাকবে গরম অনুভূত হবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। তবে একটি নিম্নচাপ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। সে তার শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে।

আরও পড়ুন: কোভিড পজিটিভ স্বাস্থ্য অধিকর্তা

শুক্রবার নাগাদ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগর ও সন্নিহিত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। যা শনিবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ১১ অক্টোবর নাগাদ ওড়িশা ও অন্ধ্র উপকূলে প্রভাব পড়তে পারে। এরফলে বৃষ্টির সম্ভাবনার রয়েছে।

Related Articles

Back to top button
Close