fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ঘুমন্ত অবস্থায় মা ও দাদাকে খুন করে আত্মহত্যার চেষ্টা ১৪ বছরের নাবালিকার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঘুমন্ত অবস্থায় মা ও দাদাকে গুলি করে হত্যা করল ১৪ বছরের এক নাবালিকা। লখনউয়ের গৌতমপল্লী এলাকার বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকা  আচমকাই মা ও দাদাকে ঘুমন্ত অবস্থায় গুলি  করে হত্যা করে। এরপ নিজে আত্মহত্যা করার চেষ্টা করে সে। হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে যে, মেয়েটি মানসিক ভাবে সুস্থ নয়। কিন্তু সে বন্দুক চালাতে সক্ষম। অস্ত্র চালনায় পারদর্শী সে।

[আরও পড়ুন- যাত্রীভর্তি চলন্ত বাসে ধর্ষণ, বিপদঘন্টি শুনেও বাঁচাতে এগিয়ে এল না কেউ]

জানা গিয়েছে যে, ওই নাবালিকার বাবা নর্দার্ন রেলওয়ের ট্রাফিক বিভাগের সিনিয়র অফিসার। বর্তমানে কর্মসূত্রে সে দিল্লিতে থাকেন। খবর পেয়ে দিল্লি থেকে লখনউতে চলে আসেন তিনি। মা ও দাদাকে গুলি করার পর অভিযুক্ত নাবালিকা পরিবারের লোকদের নিজে ফোন করে এই কথা জানায়।

 

 

 

Related Articles

Back to top button
Close