fbpx
আন্তর্জাতিককলকাতাগুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

আজ চন্দ্রগ্রহণ, প্রভাব পড়বে কোন কোন গ্রহের ওপর, দেখে নিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে পাঁচটি রাশির ওপর। মেষ, মীন, কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির ওপর প্রভাব পড়বে চন্দ্রগ্রহণের। এটি বছরের চতুর্থ চন্দ্রগহণ হতে চলেছে। কিন্তু এই চন্দ্রগ্রহণ আংশিক হবে বলেই জানা গিয়েছে।  গ্রহণ শুরু হবে দুপুর ১.০৪ মিনিটে। গ্রহণের পুরো মূহূর্ত দুপুর ৩ টে বেজে ১৩ মিনিটে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২২ মিনিটে।

আরও পড়ুন- দেব দীপাবলিতে অংশ নিতে বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি

আংশিক চন্দ্রগ্রহণকে অনেকে উপচ্ছায়া চন্দ্রগ্রণও বলে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কলকাতা, লখনউ, বারাণসী, ভুবনেশ্বর থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারত থেকে টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখা গেলেও ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই আংশিক চন্দ্রগ্রহণ পূর্ণ মাত্রায় দেখা যাবে। জ্যোতিরবিজ্ঞানীদের মতে এই চন্দ্রগ্রহণের ফলে অনেক রাশির ওপর প্রভাব পড়বে। মূলত, মেষ, মীন, কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির ওপর প্রভাব ফেলবে এই গ্রহণ।

 

Related Articles

Back to top button
Close