করোনা আবহে দেবী এবার ঘটেই পুজিতা হবেন সরকার বাড়িতে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে এবার ঘট বসিয়ে দেবীর পুজো হবে কুমারগ্রাম ব্লকের রাধানগর সরকার বাড়িতে। পরিবার সুত্রে জানা গেছে এই পরিবারের পুজো এবার চারশ ছয় বছরে পড়েছে । সরকার পরিবারের বর্তমান পুজোর আয়োজক মৃনাল কান্তি সরকার জানান বর্তমান বাংলাদেশ তথা পুর্বতন পুর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার সিংহেশ্ব্রর গ্রামে এই পুজোর প্রবর্তন করেছিলেন তার ঠাকুর্দার ঠাকুর্দা সুর্য নারায়ন সরকার।
তারপর থেকে পুজো চলে আসছে। মৃনাল বাবুর ঠাকুর্দা মহেশ চন্দ্র সরকার বাংলা তেরোশো বাষট্টি সনে পুর্বপাকিস্তান থেকে রাধানগরে এসে বাড়ি করে দুর্গা পুজো শুরু করেন। এবার করোনা আবহের জন্য দুরের আত্মীয় স্বজন কেঊ আসতে পারবেননা সে কারনেই ঘট বসিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। এলাকার অতি পুরনো এই পুজো প্রতিমা দিয়ে না হওয়ায় মন খারাপ পাড়া পড়শীদের। মৃনাল বাবু আরও বলেন সব ঠিকঠাক থাকলে আগামী বছর প্রতিমা দিয়েই পুজো করা হবে।