তিনদিনের রাস উৎসবে সেজে উঠছে কোচবিহারের মদনমোহন বাড়ি

দেবাশিষ বিশ্বাস, কোচবিহার: উত্তরবঙ্গ সহ নিম্ন আসামের সবথেকে বড় মেলা কোচবিহারের রাসমেলা। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হয় প্রতিবছর। প্রায় ১৫ থেকে ১৮ দিনের মেলা চলে। কিন্তু চলতি বছর করোনা মহামারীর আবহে মেলা শিথিল করা হয়েছে। তিনদিনের রাস উৎসব কিরে রীতিমতো সাজসাজ রব মদনমোহন বাড়িতে। নতুন করে রং করা হচ্ছে মন্দির। রাশচক্র তৈরি হচ্ছে পুরনো ঐতিহ্য নিয়ম-নীতি মেনে। থাকছে পুতনা রাক্ষসী। শুধু দিন কমেছে উৎসবের। মদনমোহন মন্দির এবং দেবত্র ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী জানান, করোনা আবহের কারণে মেলা বন্ধ হলেও রাজ নিয়ম-নীতি মেনে রাস উৎসব পালিত হবে।
মদনমোহনের পুজো হবে, রাশচক্র ঘোড়ানো হবে। শুধু তিন সংখ্যাটা কিছুটা কমানো হয়েছে। ভাগে ভাগে পূর্ণার্থী, দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন, রাশচক্র ঘোরাতে পারবেন। সামাজিক দুরত্ব এবং প্রাথমিক সুরক্ষা বিধি মন্দিরে পালন করা হচ্ছে।