
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক:ভালো আছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রাই মাধবী মুখোপাধ্যায়। গত ২৯ এপ্রিল আচমকা শরীরিক অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সকালে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর গলব্লাডারে স্টোন হয়েছে। হাসপাতালে থাকাকালীন তাঁর চিকিৎসা চলাকালীনই ওই স্টোন ধরা পড়ে। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন আছে। সেই অস্ত্রোপচার কবে হবে হাসপাতাল সূত্রে তা এখনও জানানো হয়নি।
ডায়াবেটিস, অ্যানিমিয়া সহ শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেও মাধবী মুখোপাধ্যায়ের হাসপাতালে কর্তৃপক্ষের পর্যবেক্ষণে থাকবেন।