মাধ্যমিক পরীক্ষায় কাটলিছড়ার মেধাবী ছাত্রী সুইটলিনাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কাটলিছড়া: মাধ্যমিক পরীক্ষায় গনিতে একশো শতাংশ নম্বর সহ পাঁচটি বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ কাটলিছড়ার মেধাবী ছাত্রী সুইটলিনা ঘোষ কে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানাল ব্যাবসায়ী সমিতি।
সোমবার কাটলিছড়া মার্চেন্টস এসোসিয়েশন সভাপতি ভানুপদ সাহার নেতৃত্বে এক প্রতিনিধিদল সুইটলিনা ঘোষের কাটলিছড়া বাগানের বাড়িতে গিয়ে ফুলের তোরা ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান।। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় কাটলিছড়া সরস্বতী বিদ্যা নিকেতনের ছাত্রী সুইটলিনা ঘোষ গনিতে একশো শতাংশ নম্বর সহ মোট পাচটি বিষয়ে লেটার মার্ক পেয়েছে। সুইটলিনা ঘোষ মোট ৫৫০ নম্বর পেয়েছে। কাটলিছড়া বাগান এলাকার বাসিন্দা শিক্ষক নিরুপম ঘোষ, সমাজ কল্যান বিভাগের সুপারভাইজার ঝিমলি ঘোষের ছোট মেয়ে সুইটলিনা ঘোষের সাফল্যে ব্যাবসায়ী সমিতি সহ বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। হাইলাকান্দির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ড্রিমসের পক্ষে গৌতম গুপ্ত ও কাটলিছড়ার মেধাবী ছাত্রী সুইটলিনা ঘোষ কে অভিনন্দন জানিয়েছেন ।