মাধ্যমিকে নবম হয়ে পশ্চিম বর্ধমানের মান রাখল আসানসোলের অনুশ্রী ঘোষ

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: করোনা আবহের মধ্যেই বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার রাজ্যের পড়ুয়াদের মধ্যে মেধা তালিকায় নবম স্থান পেয়ে পশ্চিম বর্ধমান জেলার মান রাখল আসানসোল উমারানি গরাই মহিলা কল্যাণ স্কুলের অনুশ্রী ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। সায়েন্স বিভাগে তাক লাগানো নম্বর পাওয়া অনুশ্রী উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে বলে জানিয়েছে।
বারাবনি থানার বালিয়াপুরে বাড়ি অনুশ্রীর। তার বাবা অচিন্ত্য ঘোষ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মা অঞ্জনা ঘোষ গৃহবধূ। ছোট ভাই অঙ্কন ঘোষ প্রথম শ্রেণিতে পড়ে।
[আরও পড়ুন- মাধ্যমিকের মেধাতালিকা একনজরে]
তার এই সাফল্যে বাবা ও মায়ের পাশাপাশি স্কুলের সবাই খুশি। অনুশ্রী জানিয়েছে, বাবা ও মাতো ছিলই। স্কুলের শিক্ষিকারাও খুব সাহায্য করেছেন। টেস্ট পরীক্ষার পরে অনুশ্রী দিনে ৮ থেকে ৯ ঘন্টা করে পড়াশোনা করতো।