fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে করোনাবিধি মেনেই পালিত হবে দুর্গাপুজো, নির্দেশ শিবরাজ সিং চৌহানের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে করোনাবিধি মেনেই পালিত হবে দুর্গাপুজো। এমনিই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশিকা করোনার সংক্রমণের কথা মাথায় রেখে পুজো প্যান্ড্যালে ১০০ এর বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। আর সকলকেই সামাজিক দূরত্বের কথা মাথায় রাখতে হবে।

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, সবাইকেই মাস্ক পরে প্যান্ড্যালে প্রবেশ করতে হবে। আর প্যান্ড্যালকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে। এছাড়াও সরকার দুর্গা উজো আয়োজিত করা কমিটি গুলোকে প্যান্ড্যালে স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ মজুত রাখার আদেশ দিয়েছে।
যদিও এখনো পর্যন্ত মূর্তি আর প্যান্ড্যালের সাইজ নিয়ে সরকারের তরফ থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related Articles

Back to top button
Close