
শরণানন্দ দাস, কলকাতা: টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ এই বিজেপি নেতার খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের। সোমবার হাওড়ার আমতায় তিনি বলেন, ‘ পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ চলছে। মুখ্যমন্ত্রীর হিম্মৎ নেই সিবিআই চাওয়ার।’ তিনি বলেন, ‘ সবার চোখের সামনে থানার পাশে যেভাবে দুষ্কৃতীরা এসে একজন তরুণ জননেতাকে গুলি চালিয়ে খুন করলো তারপরে আর রাজ্যে আইনশৃঙ্খলা কিছু আছে বলে মনে হয় না। আর এই পরিস্থিতিতে একুশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কী না তা নিয়েও সন্দেহ রয়েছে।’
আরও পড়ুন: খুনকে আত্মহত্যা বানিয়ে দেবে, নেতার ময়না তদন্তে অনাস্থা বিজেপি নেতৃত্বের
এদিন তিনি এই ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মেদিনীপুরের সাংসদ বলেন, ‘ পুলিশ সব জানতো। তা নাহলে থানার সামনে এভাবে গুলি চালিয়ে খুন করা যায়! এর আগেও আমাদের সাংসদ অর্জুন সিং, তাঁর অনুগামীদের পুলিশ টার্গেট করেছে। পুলিশকে ওখানে পাঠানোই হয়েছে ‘ সুপারি কিলার’ হিসেবে।’ তিনি বলেন, ‘ উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগিজি এসপিসহ ৪ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন, সিবিআই তদন্ত চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মৎ নেই সিবিআই তদন্ত চাওয়ার।’ এদিন টুইটের তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ” মনীশ খুন তৃণমূলের রক্তাক্ত রাজনীতির উদাহরণ। এই রাজ্য সরকারের কাছে কী ন্যায় বিচার আশা করা যায়!’