মহানবমীতে মায়ের পায়ে অঞ্জলি দিতে আমরা সবাই একসঙ্গে

সুদর্শন বেরা ,পশ্চিম মেদিনীপুর: ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার কেশপুর উত্তর মন্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে মোহবনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপে করোনা মহামারী থেকে সকলকে সুস্থ রাখার জন্য পুজো দেওয়া হল এবং সকল দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হল। সেইসঙ্গে তৃণমূল নামক যে অসুর রাজ চলছে এই বাংলার বুকে তার থেকে সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের জন্য মহিলা মোর্চা আরাধন রত।
উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভার আই টি ও মিডিয়া ইনচার্জ শান্তনু পান, উত্তর মন্ডলের পর্যবেক্ষক গৌতম রানা, মন্ডল সভাপতি প্রবীণ হালদার, যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পান, সহ-সভাপতি উৎপল রাজা ও সঞ্জয় সিং, মহিলা মোর্চার ঘাটাল সাংগঠনিক জেলার কোষাধক্ষ্য মধুমিতা পান, উত্তর মন্ডলে মহিলা মোর্চার সভানেত্রী অনিমা সামন্ত, শক্তি কেন্দ্রের প্রমুখ সিংহ বিমল সামন্ত, মন্ডল কার্যকর্তা চঞ্চল কোলে, অনাথ সামন্ত, রঞ্জিত বিশ্বাস, রণজিৎ রায়, জয়ন্তি বাঘ এছাড়াও মহিলা কার্যকর্তা চন্দনা খামরু।