পশ্চিমবঙ্গহেডলাইন
কৃষি পে চর্চায় ইংলিশ বাজারে ঝড় তুললেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস : সোমবার সকাল থেকে মালদহ’র ইংলিশ বাজার এলাকার কাজিগ্ৰাম অঞ্চলের অন্তর্ভুক্ত বাগবাড়ি বাঁধ এলাকায় ৫৩ এবং ৫৪ নং বুথের উদ্দোগে আয়োজিত কৃষি পে চর্চা আজ এলাকার জনমানসে ব্যাপক সাড়া ফেলে দেয়। গ্ৰাম বাংলার কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বুদ্ধিজীবী সহ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জনসংযোগ স্থাপন উপলক্ষে বিজেপি কৃষাণ মোর্চা আয়োজিত কর্মসূচিতে সংগঠনের রাজ্য সভাপতি মহাদেব সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন সহ সভাপতি শ্রীমতি রূপা চৌধুরী, সহ সভাপতি শেখর সিংহ, কৃষান মোর্চার মালদহ জেলা সভাপতি দিলীপ রায় সহ জেলা ও মন্ডলের একাধিক নেতৃবৃন্দ। উপস্থিত জনতার সঙ্গে সম্পর্ক স্থাপন সহ আলাপচারিতায় উঠে আসে দেশ ও রাজ্যের সার্বিক পরিস্থিতি সহ নয়া কৃষি আইনের সুফল সহ রাজ্য সরকারের কৃষি বিরোধিতা বিষয়ক নানা প্রসঙ্গ।