মুকুল রায়ের আরোগ্য কামনা করলেন মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস : গলব্লাডার অপারেশনের পর দ্রুত শারীরিক সুস্থতা সহ আরোগ্য কামনায় মহাদেবের ফুল পৌঁছে গেল মুকুল বাবুর কাছে। সশরীরে মহাদেব পৌঁছে গিয়ে নিজের হাতে মুকুল বাবুকে ফুল উপহারের মধ্য দিয়ে দ্রুত আরোগ্য কামনা করলেন। এর পর মহাদেবের গন্তব্যস্থল ইজেডসিসি সভাকক্ষ। সেখানেও বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের আহবানে বিজয়া সন্মেলনীর মঞ্চে শুভেচ্ছা বিনিময় স্বরূপ মহাদেব নিজহাতে দিলীপ বাবুকে তুলে দিলেন পবিত্র তীর্থভূমি মায়াপুরের নানা স্মৃতি বিজড়িত নিতাই-গৌর বিগ্ৰহ।
২২ নভেম্বর মহাদেবের দিনের সর্বশেষ কর্মসূচি ছিল, ডানলপের ঐতিহ্যবাহী উদয়ণ সংঘ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন পর্ব। পুজো উদ্বোধনের পর দেশ ও জাতিকে শান্তির বার্তা দিয়ে আবার ফিরে গেলেন তার নিজস্ব আস্তানায়।হ্যাঁ,এ মহাদেব,দেবলোকের দেবাদিদেব মহাদেব নয়, এ মহাদেব দেশের সর্ববৃহৎ গনতান্ত্রিক রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কৃষাণ মোর্চা,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মহাদেব সরকার।