মহাত্মা গান্ধীর জীবন ছিল তাঁর বার্তা: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে রাষ্ট্রপতি টুইট করে লেখেন, মহাত্মা গান্ধীর জীবন ছিল তাঁর বার্তা। জনগণের উত্থান, এবং ভারতীয়দের ক্ষমতায়নের জন্য গান্ধীজি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
“The Mahatma’s life was his message. Gandhiji sacrificed his life for the upliftment of the downtrodden, and the empowerment of Indians.” — President Kovind writes homage to Mahatma Gandhi on #GandhiJayanti https://t.co/s2VohrHhap @HindustanTimes
— President of India (@rashtrapatibhvn) October 2, 2020
গান্ধী জয়ন্তীতে আসুন আমরা সকলে মিলে সত্য ও অহিংসার পথ অনুসরণ করি। স্বচ্ছ, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গঠনের মাধ্যমে গান্ধীজির স্বপ্ন পূরণ করি। জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই। গান্ধীজির সত্য, অহিংসা ও ভালোবাসার বার্তা সমাজে সংহতি আনে।