করোনা সচেতনতার বার্তা দিতে মহালয়ার ভিলেন মহিষাসুর রাস্তায় নামলেন

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: মহালায়ার প্রাক্কালে “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রচারে রাস্তায় স্বয়ং মহিষাসুর। হাতে খড়্গ খাড়া নিয়ে রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। বসিরহাট মহাকুমার বসিরহাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক আনন্দ জিৎ হোড় ওসি ট্রাফিক সত্যজিৎ ভট্টাচার্য্য বুধবার মহালয়ার আগের দিন রাস্তায় স্বয়ং মহিষাসুর বের করেন। একদিকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” অমান্যকারীদের হেলমেট পরিয়ে দিচ্ছেন। অন্যদিকে মুখে মাস্কহীন মহিলা-পুরুষদের মাস্ক পরিয়ে দিচ্ছেন।
“সেফ ড্রাইভ সেভ লাইফ” নিয়ে মানুষকে সচেতন করতে মহিষাসুর খড়্গ খাড়া নিয়ে শপথ করিয়ে নিচ্ছেন পথচলতি মানুষ ও হেলমেটবিহীন বাইক আরোহীদের। মহালয়ার ঠিক আগের দিন এই অভিনব কর্মসূচি নিল বসিরহাট পুলিশ জেলা ট্রাফিক। ইটিন্ডা ও টাকি রাজ্যসড়কে ব্রিজের সামনে “সেফ ড্রাইভ সেভ লাইফ” এর কর্মসূচি নেয় বসিরহাট পুলিশ।
[আরও পড়ুন- রাত পোহালে বিশ্বকর্মাপুজোর প্রাক্কালে আজ বাংলার বিশ্বকর্মা]
বৃহস্পতিবার মহালয়া একইসঙ্গে বিশ্বকর্মা পুজো। তাই রাস্তায় রীতিমতো একদিকে বাইক অন্যদিকে পথচলতি মানুষের ভিড় দেখা যায়। এরমদ্ধে এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের পথ চলতি মানুষ।