fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে দলের কর্মীদের ‘গেমপ্ল্যান’ দিলেন মহুয়া মৈত্র

অভিষেক আচার্য, কল্যাণী: পুজো শেষ। শুরু আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বাম-ডান ব্যস্ত জনসংযোগ বৃদ্ধিতে। ইতিমধ্যে জেলায় জেলায় ময়দানে নেমে পড়েছে তৃণমূল-কংগ্রেস-বিজেপির হেভিওয়েট নেতারা। পিছিয়ে নেই নদিয়াও। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ার হরিণঘাটা বিধানসভায় তৃণমূলের জয়ের গেমপ্ল্যান কি হবে তা নিয়ে সমস্ত বুথের সভাপতি, পঞ্চায়েত সদস্য, অঞ্চল ও ব্লকের নেতাকর্মীদের নিয়ে আলোচনা করলেন নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র।

নদিয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহুয়া মৈত্রের উপস্থিতিতে সমস্ত বুথের সদস্য ও সভাপতি দের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল হরিনঘাটা অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া দক্ষিণের জেলা কো অর্ডিনেটর ও সাংসদ আবিররঞ্জন বিশ্বাস, হরিণঘাটার বিধায়ক নীলিমা নাগ মল্লিক, হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল দেবনাথ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বসু সহ বিধানসভা এলাকার সমস্ত নেতাকর্মীবৃন্দ।
আজ মহুয়া মৈত্রর উপস্থিতিতে হরিণঘাটা অডিটোরিয়ামে অতিবামপন্থী নেতা রাজু মুখার্জি আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কল্যানীতেও দলীয় বৈঠক করেন মহুয়া মৈত্র।

আরও পড়ুন:কাঁথি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড…পুড়ে ছাই তুলোর গোডাউন, ক্ষয়ক্ষতি প্রায় ৬ লক্ষ টাকা

দলীয় কর্মসূচি হওয়ায় ভিতরে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্বকে দূরে সরিয়ে সবাইকে একসঙ্গে জোট বেঁধে ভোট প্রচারে নামার পরামর্শ দিয়েছেন মহুয়া মৈত্র। এছাড়া জনসংযোগ বাড়াতে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জেলা সভাপতি হওয়ার পর এই প্রথম হরিণঘাটা ও কল্যাণীতে এলেন তিনি। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত দলের নেতা,কর্মীরা।

Related Articles

Back to top button
Close