পশ্চিমবঙ্গহেডলাইন
নাবালিকার বিয়ে রুখল ময়নাগুড়ি ব্লক প্রশাসন
জেলা প্রতিনিধি, ময়নাগুড়ি: নাবালিকার বিয়ে রুখে দিল ময়নাগুড়ি ব্লক প্রশাসন। মঙ্গলবার উভয় পক্ষের সম্মতিতে মুচলেকা করে বিয়ে রুখে দেওয়া হয়। ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের এক নাবালক এবং জল্পেশ এলাকার এক নাবালিকা প্রণয় সূত্রে আবদ্ধ থাকায় পালিয়ে বিয়ে করার সিন্ধান্ত নেয়।
এই খবর জানতে পারেন ময়নাগুড়ি ব্লক আইনি সহায়করা। মঙ্গলবার ময়নাগুড়ির বিডিওর নির্দেশে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে মুচলেকা করে নেওয়া হয়। সেখানে বলা হয়, ছেলে এবং মেয়ের উপযুক্ত বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না।
পরবর্তীতে বিয়ের বয়স হলে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই নির্দেশে রাজি হয়ে দুই পরিবারের সম্মতিতে এবং আইনি সহায়কদের উপস্থিতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।